তাচ্ছিল্যের ঝড় || সালমা আক্তার
তাচ্ছিল্যের  ঝড় || সালমা আক্তার

একটা কুঁড়েঘর সাজিয়েছিলাম

নানান রঙের সুঁতোয় আঁটসাটে বেঁধেছিলাম স্বপ্নের কুঁড়েঘরটি

কত বৃষ্টি, কত রোদ জমেছিল মেঝেতে

তবুও ঘর পালিয়ে যাইনি কোথাও

 

একটা ঝড় এলো -

অবহেলার ঝড়

অসম্মানের ঝড়

তুচ্ছ তাচ্ছিল্যের ঝড়

সবকটা সুঁতো ছিঁড়ে গেল

বসবাসের অযোগ্য হয়ে পড়ল

বিশ্বাস হারানো নড়বড়ে কুঁড়েঘরটি আদতে কখনোই আমার ছিল না,

বেড়িয়ে এলাম

থেকে যাবার মতন এমন অবশিষ্ট কোন গন্তব্য নেই আমার

ঠিকানাবিহীন সুঁতোয় কাটা ঘুড়ির মত ইতস্ত ঘুরে বেড়াচ্ছি

 

আমার রঙিন সুঁতোয় বাঁধা ঘরটি

কি করে এতটা তাচ্ছিল্যের ব্যারিকেডে এঁটে দিতে পারলে?


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান